শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর বিভাগীয় পযায়ের খেলায় ঝালকাঠি জেলাকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে বরিশাল জেলা (বালক) দল। তবে বঙ্গমাতা ফুটবল দুর্নামেন্টে (বালিকা) ট্রাইবেকারে ১-৩ গোলে ঝালকাঠির কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে বরিশাল জেলা দল।
এর আগে গতকাল বুধবার সকালে উদ্বোধনী ম্যাচে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঝালকাঠি বনাম বরিশাল জেলার মধ্যে খেলা হয়। নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে পারেনি। শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইবেকারে। এসময় ঝালকাঠি জেলা নিজেদের পক্ষ্যে ৩ গোল করতে সক্ষম হলেও বরিশাল জেলা দল করেছে মাত্র ১টি। ফলে ৩-১ গোলে বিজয়ী হয় ঝালকাঠির বালিকারা।
অপরদিকে বিকাল ৩টায় শহীধ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডগাপ ফুটবল দুর্নামেন্টে মুখোমুখি হয় বরিশাল ও ঝালকাঠি বাদল দল। খেলার নির্ধারিত সময়ের মধ্যে বরিশাল জেলা সদর ৩টি গোল করতে সক্ষম হলেও ঝালকাঠি একটি গোলও করতে পারেনি। ফলে ৩-০ গোলে বিজয়ী হয়ে সেমিফাইনেলে উঠেছে বরিশাল জেলা।
উল্লেখ্য, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে ৬টি বালক ও ৬টি বালিকা টিম অংশগ্রহ করে। প্রতিদিন ২টি করে খেলা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী উদ্বোধনী দিনে বরিশাল ও ঝালকাঠি জেলার মধ্যে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বরগুনা ও ভোলা জেলার মধ্যে বালক এবং বালিকা পর্যায়ে দুটি খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।
Leave a Reply