বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৭ জনই বরগুনা জেলার৷
এ নিয়ে বরিশাল বিভাগে মোট করোনায় আক্রান্ত ১০১ জন। এর মধ্যে ৫ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ জন। বাকি ৮৭ জন চিকিৎসাধীন রয়েছেন।রোববার (২৬ এপ্রিল) দুপুরে বরিশাল স্বাস্থ্য বিভাগের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত রোগী রয়েছেন বরিশালে ৩৬ জন, বরগুনায় ৩০ জন, পটুয়াখালীতে ২০ জন, ঝালকাঠীতে ৬ জন, পিরোজপুরে ৭ জন ও ভোলায় ২ জন সহ মোট ১০১ জন। এর মধ্যে ১০ জন চিকিৎসকসহ ১৭ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালীতে ২ জন, বরগুনায় ২ জন ও বরিশাল জেলায় ১ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply