বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদ বরিশালে মানববন্ধন করেছে বিএনপি। সোমবার (২ মার্চ) বেলা পৌনে ১১টায় নগরের আগরপুর রোডে জেলা উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ মানববন্ধন করে। এসময় দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উত্তর জেলার সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, বর্তমান সরকার বাজারদর নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এরমধ্যে বিদ্যুতের দাম বাড়ানোয় জনগণের নাভিশ্বাস ওঠার জোগার হয়েছে। তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
Leave a Reply