বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীতে বিদেশে নেয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৮ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার বিকেলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বনানী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটক ৮ জন হলেন- ‘ড্রিম ভিসা কনসালটেন্সি’ এর মালিক তোফাজ্জল হোসেন, মোছা. নাইমা সুলতানা জুম, সানজিদা আক্তার, স্বপ্না আক্তার, সাদিয়া আক্তার, জুই এবং ‘ফাতেমা ওভাসিজ’ এর কবির হোসেন ও মো. সোহাগ।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ফাতেমা ওভারসিজ’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে বাকি ৬ জনকে আটক করা হয়।
তিনি বলেন, ফাতেমা ওভারসিজের মাধ্যমে সৌদি যাওয়া একজন নির্যাতিতার উপস্থিতিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে ২০১২ অনুযায়ী বনানী থানায় মামলা হয়েছে। আর ড্রিম ভিসা কনসালটেন্সির ৬ জনকে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ অনুযায়ী বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।
Leave a Reply