রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ‘ভোট ডাকাতি’ হয়েছে। ওই প্রহসনের নির্বাচনের পর থেকেই এ কমিশন একের পর এক বিতর্কিত নির্বাচনের জন্ম দিয়ে দেশবাসীর ভোটাধিকার হরণ করছে। তাই জনগণের ভোটাধিকার ফেরাতে এ নির্বাচন কমিশনের পদত্যাগ চাই।
বাংলাদেশ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে দেশব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে নগরীর সদর রোডে নগর বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ইদানীং আওয়ামী লীগ নেতাদের মুখ থেকেই নির্বাচনের অস্বচ্ছতার কথা শোনা যায়; যা আমাদের আন্দোলনেরই প্রতিফলন। এভাবেই একদিন সত্য প্রতিষ্ঠিত হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর যুবদলের সভাপতি আকতারুজ্জামান শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুল হক পিন্টু, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক ফাতেমাতুজ্জহরা মিতু প্রমুখ।
Leave a Reply