বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ কক্ষ থেকে সিয়াম নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার উত্তর ইউপির আমোদাবাদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিয়াম একই গ্রামের মুখলেছ মিয়ার ছেলে।
আখাউড়া থানার এসআই মো. হাসান জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় সিয়াম। শুক্রবার সকালে তাকে ঘুম থেকে তুলতে যান স্বজনরা। এ সময় বিছানায় না দেখে আড়ার সঙ্গে সিয়ামের মরদেহ ঝুলতে দেখেন। খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এসআই আরো জানান, মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিয়াম আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Leave a Reply