বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে দলের দেশনেত্রী খালেদা জিয়া যাকে মনোনয়ন দেবেন, তাকে সাদরে গ্রহণ করা হবে। তিনি জানান, যদি সেই মনোনয়ন দলের প্রার্থীর জন্য হয়, তাহলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হবে। তবে যদি দলের বাইরে থেকে কাউকে মনোনয়ন দেয়া হয়, তাহলে সেটা দলীয় নেতাকর্মীদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তা প্রশ্নবিদ্ধ।
বৃহস্পতিবার বিকেলে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় এসব মন্তব্য করেন তিনি। হাসান মামুন তার বক্তব্যে আরও বলেন, “গলাচিপা ও দশমিনার রাজনীতি উত্তপ্ত হয়েছে একটি চিঠির কারণে। তবে এসব বিষয়ে জাতীয়তাবাদী দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ইতিমধ্যেই পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে জোটের নেতারা বলেছেন, তারা কোনও জনপদে গণসংযোগ করতে পারবেন না, কারণ তাদের ওপর হামলা করা হয়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কখনোই অন্য দলের নেতাকর্মীদের উপর হামলা করেনি।”
তিনি আরো বলেন, “যারা মিথ্যা অভিযোগ দিয়ে জাতীয়তাবাদী দলকে ছোট করার চেষ্টা করছে, তারা সজাগ থাকুক, কারণ তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছি। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয়তাবাদী দল সবসময় তাদের দায়িত্ব পালন করে আসছে।”
হাসান মামুন সকল নেতাকর্মীদের আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানান। তিনি বলেন, “এখন থেকে নির্বাচনী মাঠে দলের নেতাকর্মীরা কাজ করবেন, প্রশাসনকে সঠিক দায়িত্ব পালনের জন্য আহবান জানাচ্ছি এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাসও দিচ্ছি।”
এসময় গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের সদস্যরা।
Leave a Reply