শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশে গর্তে পড়ে হাসিব নামে আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের গাজীপৌরা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হাসিব একই এলাকার আল-আমিনের ছেলে।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহাঙ্গীর জানান, সকালে উঠানে খেলছিল হাসিব। কিছুক্ষণ পর তাকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশে সৃষ্ট গর্তের পানিতে শিশুটিকে পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
Leave a Reply