সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনে একটি বাস কাউন্টারের ভেতর থেকে দুই মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটি পুত্র শিশু, তার বয়স আনুমানিক ২ মাস হবে।
রাত ৯টার দিকে বারডেম হাসপাতালের ৩ নম্বর গেটের সামনের রাস্তায় লাল-সবুজ পরিবহনের ফাঁকা বাস কাউন্টারের পাশ থেকে হঠাৎ শিশুর কান্না শুনতে পেয়ে আশপাশের লোকজনের সন্দেহ হয়। এ সময় কাউন্টারের ভেতরে টেবিল বাক্সের ভেতরে শিশুটিকে পাওয়া যায়। পরে পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. বজলুর রশিদ জানান, শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার কোনো অভিভাবক পাওয়া যায়নি। চিকিৎসকরা জানিয়েছে শিশুটি সুস্থ আছে।
শিশুটিকে নিয়ে কী করা যায় সেই সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছে পুলিশ। কে বা কারা ফেলে গেল- সে ঘটনার রহস্যও পুরো স্পষ্ট নয়।
Leave a Reply