শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী এলাকায় দূরপাল্লার বাসচাপায় সখিনা বেগম (৩৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক বাসটি জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত সখিনা বেগম ঢাকা জেলার ধামরাই উপজেলার ভাঙ্গারা গ্রামের আব্দুস সালামের স্ত্রী। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনী এলাকায় সড়ক পারাপারের চেষ্টা করছিলেন সখিনা বেগম নামে ওই নারী। এসময় ঢাকাগামী আসাদ এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় প্রেরণ করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। এছাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply