মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা॥ ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ঢাকা মতিঝিল থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী বাবু (২৪) কে নারায়নগঞ্জের সোনারগাঁও থানার ভবনাথপুর গ্রাম থেকে গ্রেফতার করেছেন বাবুগঞ্জ থানা পুলিশ। বুধবার তাকে আদালতে প্রেরণ করে বাবুগঞ্জ থানাপুলিশ। আলী বাবু বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মোঃ আব্বাস উদ্দিন ফরাজীর ছেলে।
তার বিরুদ্ধে ঢাকা মতিঝিল থানায় বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে যার মধ্যে সে ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। মামলার পর থেকে বাবু পালাতক ছিলেন। বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমানের পরিকল্পনা ও নির্দেশ অনুযায়ী এ এস আই জয়,এ এস আই কামাল অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে বাবুকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেন।
Leave a Reply