শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন বাবুগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মকিতুর রহমান কিসলু তার মনোনয়ন প্রত প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার মনোনয়ন পত্র প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন কিসলু।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিসলু বলেন, জোটগত বিষয়কে প্রধান্যদিয়ে গত ৪ ফেব্রুয়ারী সকালে দক্ষিন বঙ্গের রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর পরামর্শপূর্বক মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব দেয়া হয়।
সে মোতাবে গতকাল বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর নির্দেশ পেয়ে কিসলু তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। জোট এবং আবুল হাসানাত আব্দুল্লার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে মূলত মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহিত হয় বলে জানিয়েছেন মকিতুর রহমান কিসলু।
এ ক্ষেত্রে জেলা আওয়ামী লীগ সভাপতির মনোনিত ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবাল আহম্মেদ আজাদকে কিসলু কিংবা তার দলের পক্ষ থেকে সমর্থন জানানো হবে কি না সে ব্যপারে কোন সিন্ধান্তের কথা স্পষ্ট করে জানান হয়নি।
Leave a Reply