বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীনগর ইউনিয়নের পশ্চিম ঠাকুরমল্লিক গ্রামে চাচা কর্তৃক ধর্ষনের শিকার ৫ মাসের অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির ছাত্রীর গর্ভপাত করানোর খবর পাওয়া গেছে। ধর্ষক পালাতক থাকাতে স্থানীয় পর্যায় কয়েক দফা সালিশ বৈঠক ডেকেও সমাধান না হওয়ায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীর পরিবার।
এ ব্যপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেকুল ইসলাম ধর্ষিতা ও ভুক্তভোগী পরিবারটির বরাত দিয়ে বলেন, গ্রামের সামসু বেপারী(৬৭)’র লোলুপ দৃষ্টি পরে ৭ম শ্রেণিতে পড়–য়া তার চাচাতো ভাই এনামুল হক দিপু বেপারীর মেয়ে কাজল রেখা নিপার উপর।
তারই ধারাবাহিকতায় গত ৫মাস পূর্বে কৌশলে সামসু ভাতিঝিকে ধর্ষণ করে ও ফোনে ভিডিও করে রাখে। লোকলজ্জার ভয়ে ধর্ষিতা বিষয়টি গোপন রাখলেও কয়েক মাস পরে শারিরীক অসুস্থ্যতাসহ পেটে পিড়া অনুভব করে। অতপর ধর্ষক মেয়েটিকে নিয়ে অজ্ঞাত স্থানে গিয়ে গর্ভপাত ঘটান। এতে মেয়েটির শারিরীক অবস্থা খারপ হলে মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। বিস্তারিত শুনে ভুক্তভোগী পরিবার থেকে ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। ইউনিয়ন পরিষদ থেকে ধর্ষককে কয়েকবার তলব করলেও সারা পাওয়া যায়নি।
ধর্ষক সামসু পালাতক থাকাতে শনিবার তার অনুপস্থিতিতে বেপারী বাড়িতেই স্থানীয় গন্যমান্যদের নিয়ে সালিশ বৈঠকে বসেন ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক।
সালিশে ধর্ষকের দৃষ্টান্তমূলক স্বাস্তির দাবী জানিয়ে গণস্বাক্ষর গ্রহণ করা হয়। এ ব্যপারে বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, তিনি একখনও কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply