সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল -৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে বক্তব্য দেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ সুভাষ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)মোঃ মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মানবেন্দ্র বালো, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীরু শামসুন্নাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তিলোত্তমা শাহরীন প্রমুখ।
Leave a Reply