শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের সদস্যসহ ২ জন নিহত হয়েছে। এঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার নতুট হাট নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাত ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন হাট নামক স্থানে দেহেরগতি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ শাহিন হোসেন (৪৫) ও রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের সুলতান মোল্লার পুত্র কলেজ ছাত্র রায়হান (১৭) মোটর সাইকেল যোগে নতুন হাটের উদ্দেশ্যে যাচ্ছিলো।
পথমধ্যে নতুনহাট পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে মোটরসাইকেল যোগে আসা ইউপি সদস্য শাহিনের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল আরোহীরা গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ঢাকায় প্রেরণ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে গতকাল বুধবার সকালে আহত ইউপি সদস্য মোঃ শাহিন হোসেন ও কলেজ ছাত্র মোঃ রায়হান মৃত্যু বরন করেন।
Leave a Reply