রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেমিক সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহŸানে বাবুগঞ্জে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক বাবুগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে সোমবার বিকেলে বিআরডিবি মিলনায়তনে ওই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি ছাড়াও রাজনৈতিক দলের নেতা ও সুধীজন অংশ নেন। বাবুগঞ্জ উপজেলা সুজন সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান খালেদা ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন সম্পাদক ও বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না। ওই নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে সংলাপে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল করিম হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল আকন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মফিজুর রহমান পিন্টু, বরিশাল-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও যুবমৈত্রী সম্পাদক হাসানুর রহমান পান্নু, মুক্তিযোদ্ধা প্রতিনিধি মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল হাওলাদার, খানপুরা আলীম মাদ্রাসার অধ্যক্ষ আ.জ.ম শামসুল আলম, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের উপজেলা সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, সম্পাদক মনিরুজ্জামান খোকন, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১’র সভাপতি হুমায়ুন কবির খান, সুজনের সহ-সভাপতি প্রধান শিক্ষক সেলিম রেজা, সহ-সম্পাদক প্রভাষক সাইফুল এম. রহিম, প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলী, সুজনের আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির, অর্থ সম্পাদক আবু আহমেদ, দপ্তর সস্পাদক রুবেল সরদার, বরিশাল জেলা শ্রমিক লীগ নেতা মোকলেছুর রহমান রাঢ়ি, বিমানবন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি, বাবুগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবদুল্লাহ মামুন, জাহাঙ্গীরনগর প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আবদুল বারী, সাংবাদিক এইচ.এম আল-আমিন, শিক্ষার্থী প্রতিনিধি শাহিন মাহমুদ প্রমুখ। আজ সোমবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার সকল শ্রেণীপেশার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত ওই প্রাণবন্ত নাগরিক সংলাপে বক্তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের আহবান জানিয়ে তাদের সমর্থনসহ বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
Leave a Reply