রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ হিন্দুদের পরেমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসব উপলক্ষে বাবুগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার দাড়োগার হাট সার্বজনীন হরি ও দূর্গা মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা শেষে জম্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন জম্মাষ্টমী উদযাপন পরিষদ। শোভা যাত্রাটি দাড়োগার হাট থেকে রানী স্কুল সংলগ্ন গুরুদম মন্দির হয়ে দাড়োগার হাট সার্বজনীন মন্দিরে এসে শেষ হয়। বৃষ্টি উপেক্ষা করে সনাতন ধর্মাবলম্বীরা শোভাযাত্রায় যোগ দেন। শ্রীকৃষ্ণসহ বিভিন্ন দেব-দেবী ধর্মপ্রচারকদের প্রকৃতি প্লেকাডে লাগিয়ে কীর্তনের সুরে, ঢাক ঢোল ও ব্যান্ডের তাল, সব মিলিয়ে বর্ণিল রুপ নেয় শোভাযাত্রা। জম্মাষ্টমীর শোভাযাত্রা উপলক্ষে উপজেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে পুলিশ প্রশাসন।
জম্মাষ্টমী উপলক্ষে দাগোড়ার হাট মন্দিরে দিনব্যাপী শ্রীমদ্ধবত গীতাপাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রীকৃষ্ণের লীলা কীর্তন আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন। প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার। প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে।
আমাদের মুক্তিযুদ্ধের মুলমন্ত্র ছিল সব ধর্মের মানুষের সমান অধিকার। সব ধর্মের মানুষ কাঁেধ কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছে। এ দেশে সাস্প্রদায়িক সস্প্রতি ছিল,আছে এবং চিরদিন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন টিপু সুলতান এমপি। জম্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ পালের সভাপতিত্বে ও দিলীপ রায়ের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী,ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন,আ’লীগের সহ-সভাপতি মোঃ আঃ মন্নান হাওলাদার, কেরামত আলী মল্লিক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সস্পাদক ইঞ্জিঃ শাহরিয়ার আহম্মেদ শিল্পী, টিএম শাহজাহান তালুকদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার,কালা চাঁদ মালি,ছাত্রলীগের সাংগঠনিক সস্পাদক গৌতম দত্ত, মাধপাশা ইউপির আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদক প্রদীপ কুমার রায়, অনিল চন্দ্র দাস, প্রমূখ।
Leave a Reply