বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালে আল-আমিন নামে এক বছর বয়সী এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত ওই শিশুর মা বিলকিস বেগম (৪০) ও বড় ভাই বেল্লাল হোসেনকে (১২) আটক করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে। লাশ উদ্ধারের সময় তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে আল আমিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় লোহালিয়া গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে মো. আল-আমিনকে ঘরে রেখে তার মা বিলকিস বেগম পাশের নদীতে গোসলে যায়। এর কিছুক্ষণ পর বিলকিস বেগম ঘরে ফিরে আসলে মেঝেতে আল-আমিনের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। একপর্যায়ে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন , নিহত শিশু আল-আমিনের পিঠে ও মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে শক্ত কোনো লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত শিশুর মা বিলকিস বেগম ও বড় ভাই বেল্লাল হোসেনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply