মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ বরিশালের বাবুগঞ্জে উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন পর্যায়ে বিজয়ী হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান দখল করে রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান দখল কওে বাবুগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে প্রথম স্থান দখল করে সরকারী আবুল কালাম কলেজ।
বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু,বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস,সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন প্রমুখ।
Leave a Reply