শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় র্যাবের অভিযানে তিন জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে, বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন আগুরপুর কাঁচা বাজারস্থ “মুন লাইট টেইলার্স” এর দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযানে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও করে ০৩ জনকে আটক করে।
তারা হলেন বাবুগঞ্জ থানার চর উত্তর ভূতের দিয়ার কসিম উদ্দিন, ইসলামপুরের মোঃ কালাম দালাল, জাহাপুরের মোঃ মোস্তাফিজুর রহমান।তাদের কাছে ১৭৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৪৩,৭৩০ টাকা উদ্ধার করে।
বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
Leave a Reply