সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউপির ৪০২ জন ভিজিডি কার্ডধারীদের মধ্যে এপ্রিল মাসের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
২৬ এপ্রিল রবিবার রহমতপুর ইউনিয়ন পরিষদে হতদরিদ্র মহিলাদের মাঝে এপ্রিল মাসের ৩০ কেজি করে ভিজিডি চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। ভিজিডি চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ সরোয়ার মাহামুদ।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোঃ শহিদুল ইসলাম, ইউপি সচিব তারিকুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য সুলতান মোল্লা, জিয়াউল হক , শাহিন হোসেন, সাদেক হোসেন, মমতাজ বেগম, রাহিমা বেগম বিলকিস বেগম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপকার ভোগীরা বলেন, রহমতপুর ইউনিয়ন পরিষদে স্বচ্ছভাবে চাল বিতরণ করায় আমরা অত্যান্ত খুশি। তাছাড়া ৩০ কেজির চালের প্যাকেট দেওয়ায় কোন ধরনের কারচুপির সুযোগ নাই । চাল বিতরণে কোন ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায় নি।
Leave a Reply