শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের স্টীমারঘাট বাজার এলাকায় যুবসামাজের উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাসেল পাইকের সঞ্চালনায় এবং স্টীমারঘাট বাজার কমিটির সভাপতি আমির হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আঃ রব।
বিশেষ অতিথি ছেলেন বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান নূরে আলম ব্যাপারী, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব’র সভাপতি জহিরুল হাসান অরুন, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম সহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন বিশ্বাস। সভায় মাদক বিরোধী অভিযানের সতর্কতার কথা জানিয়ে সকল অভিভাবকদের সচেত হওয়ার উপর গুরুত্ব আরপ করা হয়। সভায় প্রধান অতিথি বলেন, প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী যেকোন মূল্যে সমাজ থেকে মাদক নির্মূল করা হবে।
Leave a Reply