মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জে যাত্রী বাহী (নুরজাহান) বাসের হেল্পার ইমন সিকাদার (১৮) কে ইয়াবা সহ আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। থানাসুত্রে জানাযায়, বরিশাল টু মিরগঞ্জ রুটে যাত্রী বাহী বাসে ইয়াবা সরবরাহ করা হয় এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে কলেজ গেইট এলাকায় নুরজাহান বাসে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় এএসআই জয় ব্যানার্জি। এসময় বাসের ড্্রাইবার পালিয়ে গেলে হেল্পার ইমন সিকাদার ৫ পিচ ইয়াবাসহ আটক হয়।
ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, ইয়বাসহ হেল্পার আটকের ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং নুরজাহান বাসটি থানা হেফাজতে রয়েছে।
Leave a Reply