মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের গজালিয়া গ্রামে মায়ের পরকিয়া প্রেমিক কতৃক ৯বছরের শিশু ধর্ষনের শিকার হয়েছে । ধর্ষক রিয়াজুল ইসলাম শান্ত কাশিপুর চৌমাথার ব্যবসায়ি বলে জানা গেছে। বিস্বস্ত সুত্রে জানা গেছে,গজালিয়া গ্রামের অানোয়ার মল্লিকের স্ত্রী জোসনা বেগমের সাথে রিয়াজুল ইসলাম শান্তর দীর্ঘদিনের পরকিয়া সম্পর্ক।
মামাতো ভাই পরিচয়ে প্রায়ই জোসনা বেগমের ঘরে অাসতো শান্ত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ধর্ষক শান্ত ওই বাড়িতে অাসে এবং ঘরে শিশু কন্যা অানিকা (৯) কে একা পেয়ে ধর্ষন করে অচেতন করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে।
বিষয়টি ধামাচাপা দিতে ধর্ষনের শিকার শিশু অানিকা(৯) কে পেটে ব্যাথা দেখিয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে জোসনা বেগম ও শান্ত।
হাসপাতাল সুত্রে জানাযায়,কর্তব্যরত চিকিৎসক প্রথমিক পরিক্ষা নিরিক্ষা করে ধর্ষনের বিষয়টি নিশ্চিত হয়। খবরটি চাউর হতে থাকলে শুক্রবার বিকালে অানিকাকে নিয়ে পালিয়ে যায় পরকিয়া প্রেমিক যুগল।
এ ঘটনায় এখন পর্যন্ত এয়ারপোর্ট থানায় কোন লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছে ডিউটি অফিসার
Leave a Reply