সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
আল-আমিন ॥ মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সংক্রমণ এড়াতে সরকারী নির্দেশনা যথাযথ ভাবে পালন ও জনসাধারণকে সচেতন করতে বাবুগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ মার্চ) উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এ সময় বাজারে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৬জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন, করোনার সংক্রামণ বাড়ায় সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়। করোনা সংক্রামণ এড়াতে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানা এবং জনসাধারনের মাঝে মাস্ক বিতারন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় এয়ারপোর্ট থানা পুলিশ এ অভিযানে সহযোগীতা করেন ।
Leave a Reply