বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি।। বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে মধ্য রাকুদিয়া ও হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকালে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। ৩০নং মধ্য রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি বীর প্রতিক রত্তন আলী শরীফের সভাপতিত্বে উপস্থিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শাহিন সিকদার, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বাদল সিকদার, যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ করিম লাভু, দেহেরগতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রশিদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মাঝী মোঃ মাসুম রেজা, সাধারন সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, যুবলীগ নেতা মোঃ রিপন সিকদার।
এরপর ৫৪ নং হিজলা সরকারি প্রথমিক বিদ্যালয় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ইউপি সদস্য জহিরুল ইসলাম ফিরোজ’র সভাপতিত্বে উপস্থিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শাহিন সিকদার। অ্যাডভোকেট জামাল হোসেন প্রমুখ। এসময় বক্তারা শিক্ষা খাতে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন দিক ফুটিয়ে তোলেন।
Leave a Reply