মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
প্রিন্স তালুকদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম দরিয়াবাদ সামাজিক ঈদগাহ মাঠ এলাকার মুসল্লী ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে ৪র্থ বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিম দরিয়াবাদ সামাজিক ঈদগাহ মাঠে বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূর্যসেনা, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হেসেন রাড়ীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে বয়ান পেশ করেন প্রখ্যাত আলেমে দ্বীন, মোফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ্ব হযরত মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অথিতি হিসাবে বয়ান পেশ করেন, হযরত মাওলানা সিরাজুল ইসলাম, হযরত মাওলানা শফিকুল ইসলাম। এ সময় মাহফিলে বক্তারা, সমাজে হারাম থেকে দূরে থাকা, যাকাতের সুসম বন্টন, অসহায় মানুষের জন্য কল্যান মূলক কাজ করা, সকল প্রকার নেশাদ্রব্য পরিত্যাগ করা, অন্যায়ের প্রতিবাদ করা এবং মুসলিম জাহানের সঠিক ইতিহাস জানার আহ্বান করেন।
মাহফিলে ধর্মপ্রান মুসলমানদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। মাহফিল শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং কবরবাসীদের জন্য দোয়া চাওয়ার মধ্যে দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।
Leave a Reply