মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি।। প্রেমের সম্পর্ক আছে জানলেও খাদিজা আক্তারকে (১৮) অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছিল পরিবার। কিন্তু সে সম্পর্ক মেনে নিতে পারবে না বলে নিজের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজার বাবার নাম মিজানুর রহমান বেপারী।
ঘটনার সময় তিনি ও তার স্ত্রী সাহিদা বেপারী ঘরে ছিলেন না।জানা গেছে, মিজানুর ও সাহিদা দম্পত্তির বড় সন্তান খাদিজা এবার এইচ এস সি পরীক্ষার্থী ছিলেন। তার সঙ্গে একই গ্রামের মিলন নামে এক তরুণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। দীর্ঘদিনের এ সম্পর্ক এক সময় খাদিজার বাবা-মা জানতে পারেন। কিন্তু তা মেনে না নিয়ে অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করেন মিজানুর ও সাহিদা।গতকাল বুধবার খাদিজার বিয়ে নিয়ে তাদের ঘরে আলোচনা হচ্ছিল। বিয়ের দিন তারিখও ঠিক করা হয়েছিল। তবে আলোচনা হলেও অন্যত্র বিয়ে করতে রাজি ছিলেন না খাদিজা।
আজ সকালে কোনো এক কাজে মিজানুর ও সাহিদা বাড়ির বাইরে যান। এ সুযোগে নিজের ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন খাদিজা।সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে খাদিজার লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়।এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রহমান বলেন, ‘খাদিজার পরিবারের সঙ্গে কথা বলে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক কিছুই বলা যাচ্ছে না।
Leave a Reply