রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জের রহমতপুর নামক স্থানে বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তাদেরকে আশঙ্কাকাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাবুগঞ্জের রহমতপুর এলাকা থেকে ইঞ্জিন চালিত একটি ভ্যান শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ফজলুর রহমান ও পপি বেগম নামে ভ্যানের দুই যাত্রী নিহত হন।
ভ্যানে থাকা আরো তিন যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে পুলিশ উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় স্থানীয় জনতা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করে সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
Leave a Reply