শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতা ॥ বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্ঢ র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩দিন ব্যপি উন্নয়ন মেলা-২০১৮ এর সুচনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা চত্তর থেকে বাদ্য যন্ত্র সহকারে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার লক্ষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা সরকের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা স্টেডিয়ামে এসে শেষ হয়।
শোভা যাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদারের সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল-৩ আসনের সাংসদ এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব সিরাজ উদ্দিন আহম্মেদ,উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মন্নান হাওলাদার,যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সেবা কর্মকর্তা মাহমুল হাসিব। আলোচনা শেষে অতিথিরা উন্নয়ন মেলার ৪০ স্টল পরিদর্শন করেন।
Leave a Reply