রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বাবুগঞ্জের চাঁদপাশা (ঘটকেরচর) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরে আলমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগের হিরিক উঠেছে। নিয়োগ বানিজ্য, বরাদ্দ কৃত টাকা আত্মসাৎ, বিদ্যালয়ে অনিয়মিত, সার্টিফিকেট বানিজ্য, পুলিশের সহযোগিতা নিয়ে হাজিরা বহিতে স্বাক্ষরসহ প্রধান শিক্ষককে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেছে এলাকাবাসী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
অভিযোগ সুত্রে জানযায়, প্রায় ১০ বছর আগে আরিজা কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ে করনিক পদে চাকরি করতেন তিনি। বিভিন্ন জালজালিয়াতির মাধ্যমে প্রধান শিক্ষক বনে যাওয়া মোঃ নুরে আলম বর্তমানে বিদ্যালয়টিকে সাইনবোর্ড বানিয়ে অবৈধ উপার্জনে ব্যস্ত সময় পার করছে। অফিস সহকারি পদে চাকুরি দেওয়ার কথা বলে ৪/৫ জনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে কয়েক দফায় নিয়োগ দিতে তাল বাহানা শুরু করেন তিনি।
এছাড়াও লাইব্রেরিয়ান ও দপ্তরি পদে চাকুরির কথা বলেও কয়েকজনের কাছ থেকে অর্থ নিয়েছেন বলে জানিয়েছেন স্থানিয়রা। চাকুরি প্রত্যাশিদের চাপের মুখে গত জানুয়ারি থেকে বিদ্যালয়ে আসা প্রায় ছেড়ে দেন। গত ৮ই আগষ্ট কৌশল গত ভাবে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ করে পুলিশ নিয়ে বিদ্যালয়ে এসে হাজিরা বহিতে প্রায় ৮ মাসের স্বাক্ষর করেন তিনি। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অবগত রয়েছেন। বিদ্যালয়ের অফিসিয়াল কাজের অজুহাতে দিনের পর দিন অন-উপস্থিত থাকেন তিনি।
এদিকে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দুদক থেকে বরাদ্দ কৃত ৩৭৫০ টাকা আত্বসাৎ করায় ক্ষুব্দ হয়ে উঠেছেন ম্যানেজিং কমিটির সদস্যরা। জানা গেছে,দূর্নীতির টাকায় বরিশাল নগরির কাউনিয়ায় কোটি টাকার জমি ক্রয় করেছেন এই বির্তকিত শিক্ষক।
একজন অভিভাবক বলেন, আমার ছেলে ওই বিদ্যালয় থেকে ৮ম শ্রেনি পাশ করেছে। অথচ ৮ম পাশের সার্টিফিকেট আনতে গেলে অফিস খরচ বাবদ ৫০০টাকা আদায় করে।প্রধান শিক্ষক নুরে আলমের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায় নি।
এব্যপারে মাধ্যমিক শিক্ষা অফিসার বিথিকা সরকার বলেন, বিদ্যালয়ে অনিয়মিতর বিষয়টি উর্দ্ধতন কর্মকতারা জানে। বিদ্যালয়ে সুপার ভাইজারকে পাঠিয়ে তদারকি করা হচ্ছে। অভিযোগ গুলোর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply