রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে শারদীয় দূর্গাপূজার দশমীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। মঙ্গলবার সন্ধার পরে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন তিনি। মন্ডপ পরিদর্শনকালে কাজী দুলাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবার সুখ দুঃখের সাথী হতে রাজনীতি করছি। সনাতন ধর্মালম্বীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালনের আহবান জানান। এসময় তিনি আরো বলেন ধর্ম যার যার উৎসব সবার। বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ বজাই রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মিলন, প্রচার সম্পাদক শাহে আলম সিকদার, কার্যনির্বাহী সদস্য সৈয়দ ফারুকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোঃ বাবুল ফকির, উপজেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি বাবু পরিতোষ চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা সাইফুল ইসলাম অতিক, ছাত্রলীগ নেতা মোঃ লিয়ন , ছাত্রলীগ নেতা মোঃ সফিকুল ইসলাম সিফাতসহ দলীয় বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply