শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে দলিল উদ্দিন বয়াতির বসতঘর ভস্মীভ’ত হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাবুগঞ্জ থানার উপ-পরির্দশক রফিকুল ইসলাম।
জানাযায়, শনিবার সন্ধার আগে বসতঘরে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত কেউ ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই বসত ঘরটি পুড়ে ছাইয়ে পরিনত হয়। ঘরে থাকা দলিল উদ্দিনের মেয়ে গত পাঁচ দিন আগে ছেলে মেয়ে নিয়ে বেড়াতে যায়। এসময় ঘরের বৈদ্যুতিক মেইনসুইচ বন্ধ করে যায়। ঘরের কাছাকাছি অন্যকোন পরিবার বসবাস না করায় আগুনের আগুনের সূত্রপাত নিয়ে ধোয়াসা রয়ে গেছে বলে জানায় স্থানীয়রা।
দলিল উদ্দিন বলেন, আগুনে পুড়ে ঘর,আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় বাবুগঞ্জ থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply