শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে যথাযথ মার্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৩ নভেম্বর শনিবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন’র সঞ্চালনায় এবং সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণর মোঃ সিরাজউদ্দিন আহাম্মেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, আঃ মান্নান হাওলাদার, আমীর হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ-জামান মিলন, এ্যাডঃ সামসুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল,সদস্য রিফাত জাহান তাপসি, সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসন, যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাভু, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আকন, ছাত্রলীগ যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা কাজী আরিফুর রহমান অপু, ফাইজুল হক মুন্না প্রমূখ। উপস্থিত ছিলেন মূল দল ও অঙ্গ এবং সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। সভার পূর্বে একটি শোক র্যালী থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
Leave a Reply