শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ বরিশালের বাবুগঞ্জে স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের অবদান ,স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা এবং উপজেলা পর্যায়ে হাসপাতালে সেবার মান উন্নয়নে সেবা দাতা ও গ্রহীতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রেজিনা আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার।
মেডিকেল টেকনোলজিষ্ট গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, মক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার করিম হাওলাদার, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাঃ শিহাব উদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিকুর রহমান, মেডিকাল অফিসার ডাঃ আসাদ আদনান, মারুফা শাহরীন, ডেন্টাল বিশেষজ্ঞ জান্নাতুল ফেরদৌস, সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মহাশিন আলম প্রমুখ। এসময় বক্তারা বলেন শুধু মাত্র জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে নয় সারা বছর যাতে রোগীদের শতভাগ সেবা নিশ্চিত করা হয়।
Leave a Reply