বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) অালী হোসেনের উপর হামলার ঘটনায় বাবুগঞ্জ থানায় ৪ জনকে অভিযুক্ত করে একটি সাধারন ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং- ৩৪০, তারিখ ১০/০৫/২০ইং। অভিযুুক্তরা হলেন ওই গ্রামের মোসাঃ ফাতেমা বেগম(৪০), কুদ্দুস ফরাজি(৫০), রবিউল ইসলাম(২৫),শাহাদাৎ হোসেন ফরাজি(৩৫)।
এ ঘটনায় বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করনে গ্রাম পুলিশের উপর দায়িত্ব দেয়া হয়েছে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে হামলার স্বিকার হওয়া দূঃখ জনক। এটা সরকারি কাজে বাধার শামিল। এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে নিয়মিত মামলা গ্রহন করা হবে। শুনতে পেরেছি ঘটনাস্থলের গাছে রশি বেধে ছবি প্রকাশ করে গ্রাম পুলিশ কে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এ ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা অাইনে মামলা হতে পারে। অতএব সাবধান কেউ যেন পানি ঘোলা না করে!
উল্লেখ বাবুগঞ্জ দেহেরগতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশের (চৌকিদার) উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ২ টার সময় উপজেলার দেহেরগতি ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) আলী হোসেনের উপর এ হামলা চালায় দেহেরগতি গ্রামের ফাতেমা বেগম, স্বামী কুদ্দুস হাওলাদার, ছোট ভাই শাহাদাৎ হোসেন, ছেলে রবিউল ইসলাম, রিয়াজুল ইসলাম ।
সাম্প্রতিক ঢাকা ফেরত শাহাদাৎ হোসেন, ছেলে রবিউল ইসলাম, রিয়াজুল ইসলামকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় ওই হামলার ঘটনা ঘটায় অভিযুক্তরা বলে জানাযায়।
এ ব্যাপারে ওই গ্রামের ইউপি সদস্য বাবুল হাওলাদার জানান, গ্রাম পুলিশকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ফাতেমার পরিবার অমার্জনীয় অপরাধ করেছেন।
Leave a Reply