বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ওয়ার্কার্স পাটির বহিস্কৃত নেতা গোলাম কিবরিয়া তালুকদারের নেতৃত্বে ওর্য়াকার্স পাটি ও ছাত্র দলের অর্ধশতাধীক নেতাকর্মী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপির হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয়পার্টিতে যোগদান করেছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলা জাতীয়পার্টি কার্যালয় উপজেলা জাতীয়পাটির সভাপতি মকিতুর রহমান কিসলুর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য যোগদানকারী গোলাম কিবরিয়া তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পদে উপ-নির্বাচনে প্রার্থী শফিউল আযম শফিক, কেন্দ্রীয় যুবসংহতির সদস্য ফায়জুল হক সুমন, রহমতপুর ইউনিয়নের জাপার সভাপতি জেলানী সাজওয়াল, সাংগঠনিক শহিদুল ইসলাম, মাধবপাশা ইউপির জাপার সভাপতি মোবাশ্বের, সাধারন সস্পাদক শাহজাহান বাদশা, যুব সমাজের সাধারন সস্পাদক সোহেল হোসেন, ।
এ সময় বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী)আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু যোগদানকারীদের উদ্দেশ্যে বলেন জাতীয়পার্টির আদর্শকে ধারন করে রাজনীতিতে ভুমিকা রাখতে হবে। দলের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। জাতীয় পার্টির সুখে দুঃকে পাশে থেকে কেন্দ্রের নির্দেশনা পালনে কাজ করতে হবে।
Leave a Reply