শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বীরপাশা গ্রামে কাজল বেগম (২৬) এর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টায় নিজ ঘরের আরার সাথে কাজল বেগম কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বামী আল-আমিন ডাক-চিৎকার দেয়।
ডাক-চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে এয়ারপোর্ট থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরন করে।
কাজল বেগমের স্বামী আল-আমিন বলেন, রাতে খাবার খেয়ে একসাথে ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি ওরনা পেচিয়ে আরার সাথে ঝুলছে স্ত্রী কাজল।
এয়ারপোর্ট থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃতুর কারন জানার জন্য পুলিশ তদন্ত করছে।
Leave a Reply