মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের সদর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় কুমারিয়ার পিঠ ও সাদেক খাঁ নামের দুইটি গ্রাম রয়েছে। মীরগঞ্জ বাজার ঘেসে বহমান আড়িয়াল খাঁ নদী মূল্য ভূখন্ড থেকে গ্রাম দুটিকে আলাদা করে রেখেছে। ছোট মীরগঞ্জ বাজারের ওপারেই ভেসে ওঠা চরের কোল ঘেসে গ্রাম দুটির অবস্থান । সেখানে প্রায় ৬ শতাধীক পরিবারের বসবাস আর তাদের যাতায়াতের জন্য একটি মাত্র মূল রাস্তা রয়েছে ।
ওই গ্রামের জনগনের প্রায় ৫ কিঃমিঃ রাস্তা ঘুরে মীরগঞ্জ খেঁয়া পার হয়ে বাবুগঞ্জ সদরে আসতে হয়। এই সমস্যার সমাধান করলো রহমতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ পুতুল হোসেন। তার চেষ্টায় ৪০ দিনের কর্মসূচির টাকায় প্রায় গ্রামের মূল রাস্তা থেকে নদী পর্যন্ত ১ কিঃমি মাটির রাস্তা করে গ্রামবাসিসহ সংশ্লিষ্ট সবার প্রশংসায় ভাসছেন ইউপি সদস্য পুতুল হোসন।
রস্তাটি নির্মানের ফলে অল্প সময়ে নদী পার হয়ে অবহেলীত গ্রাম দুটির শিক্ষার্থীসহ উপজেলা সদরে অতি দ্রুত আসতে পারবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকিতে ২০১৯-২০ অর্থবছরের ৪০ দিনের কর্মসূচির বরাদ্ধকৃত ২ লক্ষ ৫৮ হাজার টাকায় নির্মিত রাস্তাটি উপজেলার মডেল হিসাবে দেখছেন অনেকে।
১১ ফেব্রুয়ারি নির্মিত রাস্তাটি পরিদর্শনে গিয়ে মুগ্ধ হন উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুল হাসিব। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রহমতপুর ইউপি সচিব তারিকুল ইসরাম তারেক, ট্যাগ অফিসার সহিদুল ইসলাম, সিনিয়র সংবাদিক শাহজাহান খান,বাবুগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
ইউপি সদস্য পুতুল হোসেন বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় এলাকার অবহেলিত মানুষের জন্য রাস্তাটি করতে পেরে ভালো লাগছে।
Leave a Reply