সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতা॥ বরিশালের বাবুগঞ্জ থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি , সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনটি উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাবুগঞ্জ থানা এলাকা থেকে র্যালিটি শুর হয়। পরে র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়। ‘পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি-মাদকমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কমিউনিটি পুলিশ সদস্য, রাজনৈতিক দল ,অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও নলছিটি থানা পুলিশের কর্মকর্তারা র্যালিতে অংশগ্রহন করেন।
র্যালি শেষে বাবুগঞ্জ থানা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় ওসি মিজানুরের সভাপতিত্বে ও ওসি তদন্ত মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলার নির্বহী কর্মকর্তা সুজিত হাওলাদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইকবাল আহমে¥দ আজাদ, জাতীয় পার্টির সভাপতি মুকিতুর রহমান কিসলু, সম্পাদক বাবুল আকন, বাবুগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি বীর প্রতিক রতন আলী শরিফ, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুন প্রমুখ। কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে রক্তদান কর্মসূচিতে রক্তদান করেন আওমীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা আক্তার উজ জামান মিলিন ও দেহেরগতি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাঝি মোঃ মাসুম রেজা।
Leave a Reply