রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে জলবায়ু সহনশীল গ্রামীন অবকাঠামো প্রকল্প’র (সিআরআরআইপি) আওতায় চলমান কাজের এলসিএস সদস্যদের নিরাপত্তার জন্য মাঠ পর্যায়ে স্কীম বাস্তবায়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার উত্তর রহমতপুর বাবুল ব্রিকস থেকে কালু মাঝির ঘাট পর্যন্ত চলমান ইটের রাস্তার কাজে কর্মরত এলসিএস সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ। বাবুগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এলসিএস কনসালট্যান্ট টিএম ফাহিম তালুকদার,জুনিয়র ফিল্ড ইঞ্জিনয়র কনসালট্যান্ট মোঃ সাইদুর রহমান, সংশ্লিষ্ট কাজের এমএই শহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো উন্নতমানের মাস্ক, হ্যান্ড গ্লোবস ও হ্যান্ড স্যানিটাইজার। উত্তর রহমতপুরসহ দেহেরগতি ইউনিয়ে কর্মরত এলসিএস সদস্যদের মধ্যে একই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
Leave a Reply