মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ এস এস সি পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে বাংলা দ্বিতীয় পত্রে একজন শিক্ষার্থীকে বহিস্কার ও দায়িত্ব অবহেলার কারনে নয়জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার বাবুগঞ্জের সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মোঃ জাহিদ তালুকদার নামে এক পরীক্ষার্থী বহিঃস্কার হয়েছে এবং দায়িত্বে অবহেলার কারনে অব্যহতিপ্রাপ্ত ৯ শিক্ষকের মধ্যে ৫ জনকে ১ বছরের জন্য ও ৪ জনকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য নিশ্চিত করেছে কেন্দ্র সচিব রনজিৎ কুমার বাড়ৈ।
কেন্দ্র সচিব বলেন, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা যথা নিয়মেই চলছিল। নিয়মানুযায়ী বহিঃস্কৃত ওই পরীক্ষার্থী “খ” সেট প্রশ্নপত্র পেয়ে কোন বৃত্ত ভরাট করেনি। যখন কেন্দ্রে শিক্ষা বোর্ডের একটি পর্যবেক্ষক দল টহলরত ছিলেন। বিষয়টি তারা লক্ষ্য করে ওই পরীক্ষার্থীকে খ সেটের বৃত্ত ভরাট করতে বলেন। কিন্তু তখনও সে তা করেনি। এমনটি দেখে পর্যবেক্ষক দলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজ হাতে ভরাট করে দেন। তারা স্থান ত্যাগ করলে ওই পরীক্ষার্থী ভরাট করা বৃত্তকে ঘসামাজা করে ঢেকেদিয়ে খ এর স্থলে গ সেটের বৃত্ত পূরণ করে পার্শবর্তির উত্তরপত্র দেখে নকল করে পরিক্ষা দেয়।
জাহিদ উপজেলার রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যার রোল নং ৪২৫৭২০।
কক্ষের পর্যবেক্ষক যদি দায়িত্ব সঠিক ভাবে পালন করতেন তাহলে হয়ত জাহিদকে বহিঃস্কার হতে হত না বলেই ধারনা করা হচ্ছে ।
Leave a Reply