রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ যাচাই বাছাইয়ে বৈধতা পাওয়া তিন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ দিয়েছেন নির্বাচন কমিশন। গতকাল বাবুগঞ্জ নির্বাচন কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ প্রতিক বরাদ্ধ দেন উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল। উপজেলার রহমতপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ৩ প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন।
বিলকিস বেগম পেয়েছেন- (সূর্যমূখী) প্রতিক, মুন্নি আক্তার পেয়েছেন (বই) প্রতিক ও সাজেদা আক্তার পেয়েছেন (মাইক) প্রতিক । প্রতিক বরাদ্ধের পরপরই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। উল্লেখ্য উক্ত ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য নাজমুন নাহার এর মৃত্যুতে আসনটি শুন্য হয়।
ওই আসনে আগামী অক্টোবরের ১৪ তারিখ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল প্রতিক বরাদ্ধ দিয়ে বলেন- আচরণ বিধি লঙ্ঘন না করে প্রচার- প্রচারণার অনুরোধ করেছেন প্রার্থীদের প্রতি।
Leave a Reply