বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল জেলার বাবুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীতা করার ঘোষনা দিয়ে ভোটার দের কাছে দোয়া ও নেতাকর্মীদের সমর্থন চাইলেন রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাষ্টার মোঃ শহিদুল ইসলাম মল্লিক।সাংগঠনিক দক্ষতায় তৃনমূল থেকে উঠে আসা এ নেতা ইতিমধ্যে শের-ই-বাংলা পদকে ভূষিত হয়েছেন।কেন্দ্র থেকে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদটি উন্মুক্ত করায় তিনি আদঘাট বেধে নির্বাচনে মাঠে নেমেছে।মাষ্টার মোঃ শহিদুল ইসলাম মল্লিক উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ও রহমতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে বাবুগঞ্জের রাজনীতিতে লাইম লাইটে আসেন। তিনি ছাত্র জীবনে রহমতপুর কৃষি প্রশিক্ষন ইননিষ্টিটিউট এর ছাত্রলীগের সভাপতি ও রহমতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়কের দায়িত্ব পালন করেন।নির্বাচন সম্পর্কে শহিদুল ইসলাম মল্লিক বলেন, আমি আসন্ন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। তাই বাবুগঞ্জ উপজেলার সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন চাই। আমি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে জয়লাভ করলে সাধারণ মানুষের কল্যানে কাজ করব। যাহাতে সাধারণ মানুষ যেন হয়রানীর শিকার না হয়। আমি খেটে খাওয়া গরিব ও সাধারণ মানুষের পক্ষে আমার জীবন বিলিয়ে দিতে চাই।
Leave a Reply