বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ জেলাকতৃক গঠিত কমিটির মাধ্যমে জেলা কমান্ড্যান্ট এর সার্বিক তত্ত্বাবধায়নে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতার বাস্তবায়নে আনসার সদস্য ও সদস্যাগনদের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ খ্রিঃ এর ভাতার টাকা বিতরণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের হল রুমে ৫৪ টি নির্বাচণী কেন্দ্রে কর্মরত ৬৪৮ জনের মধ্যে ভাতা বিতরণ করা হয়।
ভাতা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন আনসার ভিডিপি’র জেলা কমান্ডেন্ট ইফতেহার আলী, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) নাহিদা রহমান। আনসার ও ভিডিপি’র রহমতপুর ইউনিয়ন কমান্ডার মারুফ বিল্লাহ ও চাঁদপাশা ইউনিয়ন কমান্ডার মশিউর রহমানসহ অন্যান্যরা।
এর আগে সকাল ৯টায় গ্রাম বিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষন সমাপনি অনুষ্ঠানে ৩২ মহিলা ও ৩২জন পুরুষের মধ্যে ভাতা ও সনদ প্রদান করা হয়। ভাতা বিতরণ সচ্ছ প্রক্রিয়ায় হওয়ায় আনসার সদস্য ও সদস্যারা আনসার ভডিপি কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছে।
Leave a Reply