মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জে নদী ভাঙ্গনে খতিগ্রস্থ পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে রহমতপুর ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে চাল ও চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) নুসরাত জাহান খান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসাবে সংরক্ষিত মহিলা আসন-৪৮ এর সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খান উপসিথত থেকে উপজেলার ৬ ইউনিয়নের ৪৩৩ টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল ও ১১ টি পরিবারের মধ্যে নিজের অনুকুলে বরাদ্ধকৃত ঐচ্ছিক তহবিলের ৬৮ হাজার টাকার চেক বিতরণ করেন ।
কেন্দ্রীয় যুবমৈত্রী নেতা শাহীন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক টিএম শাহ জাহান, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজসহ ইউপিসদস্যগন।
Leave a Reply