রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
বাবুগঞ্জ (বরিশাল)সংবাদদাতা॥ বরিশালের বাবুগঞ্জে “মা” ইলিশ রক্ষা অভিযানের ২২ দিনের ১১ দিন শেষ হলেও জেলে কার্ডের চাল পায়নি ১৮শত কার্ডধারী জেলে পরিবার। অভিযানের শুরুতে প্রতি পরিবার ২০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফলতির কারনে সরকারি সহায়তা থেকে বঞ্চিত জেলেরা। ফলে পেটের দায়ে জীবনের ঝুকি নিয়ে নদীতে ইলিশ স্বিকারে যাচ্ছে কতিপয় জেলেরা বলে জানাগেছে।
উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে রহমতপুর, মাধবপাশা, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় ডিও নিলেও খাদ্য গুদাম থেকে চাল ছাড় করাননি তারা। এছাড়া কেদারপুর, জাহাঙ্গীরনগর ও দেহেরগতি ইউনিয়ন পরিষদ এখনও ডিও নেয়নি বলে জানিয়েছে উপজেলা খাদ্য পরিদর্শক জেবুন্নেছ।
উপজেলা খাদ্যগুদামের ওসিএলএসডি ফরিদা খাতুন বলেন, গুদামে জেলে কার্ডের চাল মজুদ রয়েছে। এখনো কোন চেয়ারম্যান চাল ছাড় করায়নি। খোজ নিয়ে জানাগেছে , প্রকৃত জেলেরা নদীতে না গেলেও মৌসুমী জেলেরা মাছ শিকার অব্যহত রেখেছে। একাধীক চেয়ারম্যানরা জানায়, উপজেলা মৎস্য অধিদপ্তর তালিকা দিতে দেরি করায় চাল দিতে বিলম্ব হচ্ছে। তবে এ সপ্তাহের মধ্যে চাল বিতরণ করা হবে।
Leave a Reply