বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করায় দুজনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে বরিশাল জেলা পরিষদের কেয়ারটেকার ওয়াহিদুজ্জামানকে ১৫ দিনের এবং মীরগঞ্জের বাসিন্দা রিয়াজুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বাবুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত হাওলাদার।
তিনি জানান, অভিযান পরিচালনাকালে ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়।খেয়াঘাটের যাত্রী জনপ্রতি ৭ টাকার ভাড়ার স্থলে ১০ টাকা এবং মোটরসাইকেলের ভাড়া ১৬ টাকার স্থলে ৩০ টাকা এবং গাড়ির ভাড়া ১০০ টাকার স্থলে এক হাজার ৬শ’ টাকা আদায় করায় তাৎক্ষণিক কারাদণ্ড দিয়ে ওই দুজনকে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ওই ফেরিঘাটে যাত্রীদের জিম্মি করে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ থেকে চারগুণ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্রতিবাদ করলে উল্টো ঠিকাদারের লোকজনের হাতে তাদের লাঞ্ছিত হতে হয়। বিষয়টি নিয়ে প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ায় খবর প্রকাশিত হওয়ায় ইউএনও এ অভিযান পরিচালনা করেন।
Leave a Reply