রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ ২৪ শে মার্চ উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সদ্য নির্বাচিত চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল ও টিউবওয়েল প্রতীক নিয়ে সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদকে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন ও কেদারপুর ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে দেহেরগতি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুম মাঝি ও কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম মাসুম মৃধার নেতৃত্বে পৃথক পৃথক দু’টি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় দেহেরগতি ইউনিয়নের নতুন হাট নামক স্থানে মাসুম মাঝির নের্তৃত্বে শতাধীক নেতাকর্মী ও গন্যমান্যদের ফুলেল শুভেচ্ছোয় শিক্ত হন চেয়ারম্যানদ্বয়। পরে চেয়ারম্যানদ্বয় কেদারপুর ইউনিয়নে ঢুকলে সেখানে মাসুম মৃধার নের্তৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয় এবং তাদের হাতে নৌকা প্রতিক তুলে দেওয়া হয়। উভয় স্থানেই উপস্থিতিদেও মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব বিশেষ কাজে ব্যস্ত থাকায় ওহাব সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত না থাকায় নেতাকর্মীদের মাঝে খানিকটা অপূর্নতা দেখা গেছে।
Leave a Reply