শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ পুলিশের সেবা সাধারণ মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল রেঞ্জের ডিআইজি মহাদয়ের নির্দেশক্রমে বাবুগঞ্জ থানাধীন সবকটি ইউনিয়নে বিট পুলিশং কার্যালয় স্থাপনের আনুষ্ঠানিক কর্যক্রম শুরে করেছেন বাবুগঞ্জ থানা পুলিশ। সে মোতাবেক আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের নিমতলা নামক স্থানে বিট পুলিশিং নং-০৯ কার্যালয়ের উদ্বোধন করেছেন বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান সিকদার। কার্যালয়টি পরিচালনার দায়িত্বে থাকবেন এস আই সুলতান মাহামুদ।
বিট পুলিশিং এর উদ্দেশ্য ও কার্যকরিতা প্রসঙ্গে ওসি মিজানুর রহমান বলেন, ডিআইজি মহাদয়ের নির্দেশক্রমে পুলিশি সেবা সাধারণ মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে ওই কার্যালয়ের উদ্বোধন। শুধু কেদারপুরে নয় বাবুগঞ্জ থানাধীন সবকটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের স্থাপন করা হবে।
এর সুফল হিসেবে তিনি বলেন, সাধারণ মানুষ বিভিন্ন ঘটনা কিংবা অঘটন অথবা অভিযোগ নিয়ে থানা পর্যন্ত পৌঁছতে অপরাধীরা পার পেয়ে যায়। দ্রুত সেবা পেতে এবং এলাকার জুয়া, মাদকসহ যেকোন অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথে পুলিশ কার্যকরি ভুমিকা পালন করতে পারবে এমনটাই বিট পুলিশিং এর উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন ওসি(তদন্ত) আব্দুর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী, ইউপি সদস্য লাবলু,মাদ্রাসা সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply